No title

Narsingdi United College
0


 দেখলাম,

কেমন করে বদলে যায় মানুষ। 
বদলে যায় ভালো লাগা, ইচ্ছে, খুনসুটি,
বদলায় সম্পর্ক, সম্পর্কের নাম।
অভিযোগ হয় নিরব অভিমান। 
জানলাম, 
কেমন করে সঙ্গী হয় রাত, দীর্ঘ রাত।
দু’চোখে কান্না জমায় ভিড়,
তোমার মতোই ঘুম দেয় ফাঁকি। 
একলা আমি, আঁধারকে বন্ধু করে রাখি।
বুঝলাম,
কেমন করে ব্যথারা হয় এক।
সুখ নিভে যায় দমকা হাওয়ার ফলে,
কেবল জানো বদলে যাওয়া তুমি।
কার জীবনের আবর্জনা আমি।
শিখলাম,
কেমন করে বদলে যেতে হবে,
ভুলে যাবো গেলে কতদূর?
কতটুকু ভালোবাসতে হয়?
কতটুকু বেশি বাসা ক্ষতি?

Post a Comment

0Comments
Post a Comment (0)